তিন পয়েন্ট পেতে মরিয়া সাদা-কালো ব্রিগেড

0
1

সোমবার আইলিগে ( i-league)খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব ( mohammedan sporting club)। প্রতিপক্ষ গোকুলাম কেরলা ( gokulam kerala)। সোমবার গোকুলামের বিরুদ্ধে জয়কেই পাখির চোখ করছেন সাদা-কালো কোচ জোসে হাবিয়া।

এদিন সাংবাদিক সম্মেলনে মহামেডান কোচ হাবিয়া বলেন, ” আমরা এই ম‍্যাচটা জিততে চাই। আমরা শেষ কয়েকটা ম‍্যাচ ড্র করছি। কিন্তু এই ম‍্যাচে আমরা জয় ছাড়া কিছুই ভাবছি না। আমরা শেষ ম‍্যাচে যে ভুল গুলো করেছি, গোকুলাম ম‍্যাচে সেই ভুল না হয় সেই দিকেই নজর রাখব।

আইলিগের প্রথম ম‍্যাচ বাদ দিয়ে বাকি চার ম‍্যাচে ড্র করেছিল মহামেডান। তাই সোমবার গোকুলাম ম‍্যাচে তিন পয়েন্ট নিয়ে জয়ের দরজা খুলতে মরিয়া জোসে হাবিয়ার দল।

আরও পড়ুন:আইএসএলে তৃতীয় জয় লাল-হলুদের

Advt