কেন্দ্রের কৃষি আইনের প্রত্যাহারের দাবিতে আরামবাগে রোড শো শতাব্দী-সুজাতার

0
1

আরামবাগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রোড শো-কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা পদযাত্রা করল আরামবাগ তৃণমূল (TMC)। পদযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। একইসঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলে যোগদানকারী সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মন্ডল খাঁ-ও। শনিবার আরামবাগের কালিপুর থেকে বাসুদেবপুর মোড় পর্যন্ত চলে এই রোড শো।

মূলত কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই রবিবার এই মিছিলের আয়োজন করে তৃণমূল। দিনকয়েক আগেই এই রুটেই রোড শো করেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। এদিন তারই পাল্টা রোড শো করল তৃণমূল। রবিবারের তৃণমূলের মিছিলে ভিড় উপচে পড়ে। স্তার দু’ধারে অসংখ্য উৎসাহী মানুষকে এদিনও ভিড় জমাতে দেখা যায়। সকলেই হাত নেড়ে অভিনন্দন জানান শতাব্দী রায়কে৷ পাল্টা হাত নেড়ে তাঁদের অভিনন্দন জানান তিনিও। এদিনের মিছিল থেকে ওঠে ‘খেলা হবে’ স্লোগান। কোথাও আবার ডিজে মাইক বাজিয়ে চলল ‘খেলা হবে’। তৃণমূলের এদিনের মিছিল থেকে বিজেপির বিরুদ্ধে একযোগে সুর চড়ান সুজাতা থেকে অপরূপা পোদ্দাররা।

আরও পড়ুন- প্রজাতন্ত্র দিবসে আচমকা মিছিলের রুট বদলের দায়ে দুই কৃষক নেতা বহিষ্কার

Advt