প্রয়াত প্রাক্তন ভারতীয় টেনিস তারকা আখতার আলি ( akhtar ali) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন আখতার আলি। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি। গভীর রাতে মৃত্যু হয় তাঁর। পঞ্চাশ ও ষাটের দশকে ভারতীয় ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন কলকাতার ছেলে আখতার আলি। ১৯৫০ সালে ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সিঙ্গলস এবং ডাবলস দু’ধরনের টেনিসেই খেলেছিলেন আখতার। জয়দীপ মুখোপাধ্যায়, প্রেমজিত লাল, নরেশ কুমারদের সঙ্গে খেলেছিলেন তিনি। ১৯৫৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন জয়ী হয়েছিলেন আখতার। যুব উইম্বলডনেও সেমি ফাইনালেও খেলেছিলেন তিনি।
অবসরের পরও টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন আখতার আলি। তাঁর হাত থেকেই উঠে এসেছে লিয়েন্ডার পেজ, রমেশ কৃষ্ণনের মতো বেশ কিছু তারকা। আখতার আলির পুত্র জিশান আলিও ছিলেন টেনিশ খেলোয়ার। জিশান ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। ডেভিস কাপে ভারতের কোচের দায়িত্ব রয়েছে জিশানের কাঁধে।
আরও পড়ুন:জল্পনার অবসান, অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি শুরু নাদালের






































































































































