প্রতি বছরের মতো এবারো রানাঘাটের ষষ্টিতলায় পঞ্চবটিতে অনুষ্ঠিত হলো মা তারার পুজো । প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম বৃহস্পতিবার এই পুজো করেন উদ্যোগপতি ও সমাজসেবী সুপ্রিয় বাবু। যিনি তার এলাকায় লালু নামেই পরিচিত ও জনপ্রিয় । মায়ের পুজো উপলক্ষে প্রায় তিন হাজার ভক্ত আসেন এখানে। তাদের জন্য মায়ের ভোগের বন্দোবস্ত থাকে। তারাপীঠ থেকে মাটি এনে মায়ের পুজোর আনুষ্ঠানিক শুরু হয়। ১০ জন পুরোহিত সকল নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো ভ সম্পন্ন করেন । আগামী দিনে এই পুজো আরো বড়ো করবেন ও মানুষের পাশে আরো বেশি করে থাকবেন এমনটাই লালুবাবুর অঙ্গীকার।