অস্ট্রেলিয়ান ওপেনে অঙ্কিতা

0
2

অস্ট্রেলিয়ান ওপেনের( Australian open) ডাবলসে ভারতের অঙ্কিতা রায়না ( ankita raina)। সোমবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন। সেখানে মহিলাদের ডাবলস বিভাগে খেলবেন অঙ্কিতা। তাঁর সঙ্গী রোমানিয়ার মিহায়েলা বুজারনেস্কু। সরাসরি ডাবলসে সুযোগ পেয়েছেন তাঁরা।

ভারতের টেনিস ইতিহাসে অঙ্কিতা তৃতীয় মহিলা। যে কিনা গ্র‍্যান্ড স্ল‍্যামে অংশ নিচ্ছেন। এর আগে এই কৃতিত্ত্ব রয়েছে সানিয়া মির্জা এবং নিরুপমা সুব্রহ্মনিয়মের।

অস্ট্রেলিয়ান ওপেনে সুযোগ পেয়ে উচ্ছসিত অঙ্কিতা। এদিন তিনি বলেন, “প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে সুযোগ পেলাম। সিঙ্গলস কিংবা ডাবলস, আমার কাছে এটা বিশেষ মুহূর্ত। দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রমের ফল পেলাম। ডাবলসে নামব, কিন্তু সেখানে ভারতের নাম জড়িয়ে থাকবে। এটাই একটা খেলোয়াড়ের কাছে বিশেষ প্রাপ্তি।”

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি

Advt