খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী

0
1

খুশি WBCS অফিসারেরা, দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রীগ দাবিই মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে WBCS অফিসারদের বক্তব্য, সরকারের এই ভূমিকায় সর্বস্তরের সরকারি অফিসারেরা উপকৃত হবেন৷ রাজ্য সরকারের এই অফিসারদের বেশির ভাগ দাবিই ঝুলে থাকায় সংগঠনের সদস্যদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। সমাধান- বৈঠকে অফিসারদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

◾IAS অফিসারদের মতো WBCS-দেরও পৃথক ‘পে-রুল’ তৈরি হবে৷

◾গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হয় BDO-দের৷ ফলে তাঁরা ছুটি নিতে পারতেন না। এবার থেকে BDO-রা বছরে ৩০ দিনের ‘লিভ এনক্যাশমেন্ট’-এর সুযোগ পাবেন।

◾ডেপুটি ম্যাজিস্ট্রেটরা বিশেষ ভাতা হিসাবে ১২০০ টাকা করে পাবেন।

◾WBCS অফিসারদের জন্য এতদিন বিশেষ সচিবের ৬০টি এবং যুগ্মসচিবের ২১৫টি পদ ছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো যথাক্রমে ১০০ এবং ২৫০।

◾যুগ্মসচিব থেকে বিশেষ সচিব পদে যেতে বহু দিন সময় লাগত। এ বার দ্রুত পদোন্নতি হবে।

◾যুগ্মসচিব পদে ২ বছর কাজ হয়ে গেলে ওই পদে কর্মরত ৪০ শতাংশ অফিসারদের জন্য নতুন ‘পে-স্কেল’ তৈরি করবে রাজ্য।

◾এতদিন ৮ বছর এবং ১৬ বছর চাকরির করলে পরবর্তী ‘পে-স্কেল’-এ যেতে পারতেন গ্রুপ-এ অফিসার। এখন ১৬ বছরের সময়সীমা কমে হল ১৪ বছর। এর ফলে SDO এবং জেলায় বিশেষ পদে কর্মরতরা সুবিধা পাবেন।

◾একজন WBCS অফিসারের IAS হতে ২৭ থেকে ২৯ বছর লাগে। অথচ WBPS-রা বা পুলিশরা ১০-১২ বছরেই IPS হতে পারেন। কেন্দ্রের নিয়মে বলা আছে, যে বছর একজন WBCS অফিসার IAS-এ উন্নীত হওয়ার সুযোগ পাবেন, সে বছর তাঁর বয়স ৫৬-র বেশি হওয়া চলবে না। এতে অনেকেই সুযোগ হারান। এই নিয়মের ফলে জুনিয়র অফিসাররাই IAS-এর সুযোগ পান। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, IAS হওয়ার যোগ্যতা থেকেও নিয়মের ফাঁসে কোনও WBCS অফিসার তা হতে না পারলে সংশ্লিষ্ট WBCS অফিসারকে বেতন এবং আর্থিক সুবিধা IAS-দের হারেই দেবে রাজ্য।

Advt

Advt