কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে মালদহে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের

0
1

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি,কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে অভিনব কায়দায় অবস্থান বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের। শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ অবস্থান ও প্রতিবাদ করেন তৃণমূল যুব কংগ্রেস। অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু, সুমালা আগরওয়ালা,মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য নেতৃত্ব।

কেন্দ্রের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মালদহে সফরকে কটাক্ষ করেন যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস। তিনি বলেন, “জেপি নাড্ডা আসাতে মালদহে কোনও প্রভাব পড়বে না। এখানে এসেছে গ্রামে খিচুড়ি খাবেন চলে যাবেন। সারা দেশ ও বাংলার পাশাপাশি মালদহ জেলাতেও কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ করায় বিজেপির কর্মীরা যেভাবে তৃণমূলীদের ওপর আক্রমণ করছে। তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ। এবং বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে।”

আরও পড়ুন-কৃষি আইনের বিরুদ্ধে মালদহে আন্দোলনে বামেরাও

Advt