কাঁথিতে আজ অভিষেকের সভা, থাকবেন লক্ষাধিক কর্মী- সমর্থক

0
1

দীর্ঘ ছ’বছর পর অধিকারীদের স্বঘোষিত খাসতালুক কাঁথি (Contai) শহর থেকে ৪ কিমি দূরে দইসাইয়ে আজ, শনিবার জনসভা (Mass Meeting) করবেন সাংসদ তথা যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্য মন্ত্রিসভা এবং তৃণমূল (TMC) দল থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷ শুভেন্দুর জেলায় অভিষেকের এই হাইভোল্টেজ-সমাবেশ ঘিরে তৃণমূল শিবিরে উত্তেজনা তুঙ্গে৷ রাজনৈতিক মহলের কাছেও এই সভা অত্যন্তই গুরুত্বপূর্ণ৷ এদিন বেলা ২টো নাগাদ দইসাই বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এই সভা হবে৷ অভিষেকের আজকের সভায় লক্ষাধিক কর্মী- সমর্থক জড়ো করতে তৎপর জেলা তৃণমূল নেতৃত্ব। এই সভার জন্য গোটা এলাকায় দেখা যাচ্ছে তৃণমূল আর অভিষেকের ছবি দেওয়া ব্যানার-ফ্লেক্স৷ সভার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ পুলিশকর্মীরা সক্রিয়। স্প্রে করে এলাকা জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।

পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রবীণকুমার প্রকাশ বলেন, ‘‘যেখানে সভা হচ্ছে, সেই সভাস্থল এবং আশেপাশের এলাকায় নিরাপত্তা পর্যাপ্ত রাখা হয়েছে”৷ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে সরানো হলেও এখনও তিনি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে আছেন৷ সব সরকারি পদ থেকে ইস্তফা দিলেও এখনও তৃণমূলে আরেক সাংসদ দিব্যেন্দু অধিকারী। তবে তাঁরা আজকের এই সভায় যাবেন না বলেই ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-ওরা নাচছে আমি দেখছি, আমি খেলবো ওরা দেখবে! রথযাত্রা নিয়ে বিজেপিকে কটাক্ষ অনুব্রতর

Advt