কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্বে সৌমেন মিত্র, এডিজি সিআইডি-র পদে অনুজ শর্মা

0
3

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই কলকাতার পুলিশ কমিশনার বদল। নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র। ADG সিআইডি হলেন অনুজ শর্মা। শুক্রবার, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee) সাংবাদিক বৈঠকে জানান, তিন বছর হয়ে যাওয়াতেই পুলিশ কমিশনার (Police Commissioner) পদে বদল করা হচ্ছে৷

  • ২০১৬-তে ভোটের সময় কলকাতায় পুলিশ কমিশনার হয়েছিলেন সৌমেন মিত্র।
  • পুলিশ কমিশনার বদল হয়েছে হাওড়া, বিধাননগর, ব্যারাকপুরেরও।
  • ব্যারাকপুরের পুলিশ কমিশনার হলেন অজয় নন্দ।
  • জাভেদ শামিম হলেন এডিজি আইনশৃঙ্খলা।
  • রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি হলেন জ্ঞানবন্ত সিংহ।
  • হাওড়া পুলিশ কমিশনার হলেন সি সুধাকর।
  • বিধাননগর পুলিশ কমিশনার হলেন সুপ্রতিম সরকার।

আরও পড়ুন-দেবশ্রীকে কটাক্ষ করতে গিয়ে ভাঁড়ার ঘরের দরজা খুলে ‘বেনকাব’ শোভন

Advt