শোভন-বৈশাখীর রোড শো’তে কালো পতাকায় মিছিল ছত্রভঙ্গ

0
1

মহেশতলায় শোভন-বৈশাখীর ( sovan baisakhi)রোড শোতে তৃণমূল কংগ্রেসের ( tmc) কালো পতাকা দেখানো নিয়ে ধুন্ধুমার। ছত্রভঙ্গ হলো মিছিল। পরিস্থিতি সামাল দিতে নাকাল হলো পুলিশ।

জিঞ্জিরা বাজার থেকে মোল্লার গেট পর্যন্ত ছিল এই মিছিল। মিছিল শুরুর পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে। মহেশতলার কাছে এলে মিছিলের সামনে কয়েক হাজার তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখাতে শুরু করেন। রাস্তার দু ধারে কয়েক হাজার তৃণমূল কর্মী কালো পতাকা দেখাতে থাকেন। মহিলারা হাতে ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। বাইক র‍্যালি বন্ধ করার জন্য পুলিশকে বলা হয়। থমকে যায় মিছিল। ব্রিজের তলায় দেখা যায় বেশ কিছু আকর্ষণীয় পোস্টার। কোনোটিতে লেখা ডাল-ভাত। আবার কোনোটিতে শোভন তোমার জন্য আমরা লজ্জিত। উত্তেজনা বাড়ে। তৃণমূল সমর্থকদের বক্তব্য, শোভন শান্ত এলাকায় উত্তেজনা বাড়াতে এসেছেন। পাল্টা শোভনের দাবি, মিছিলের জনসংখ্যা দেখে ভয় পেয়ে তৃণমূল এসব করছে। পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের তীব্র বাদানুবাদের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন:‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বন্ধ করুক নেটিজেনরা, কেন বললেন সমাজসেবী টাটা?

Advt