আমাকে ৫ কোটি টাকা দিলে মোদিকে খুন করব, ফেসবুকে লিখে গ্রেফতার যুবক

0
1

৫ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রীকে(Prime Minister) খুন করব। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করে গ্রেফতার হল পন্ডিচেরির এক। গ্রেপ্তার হওয়া ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম সত্যানন্দম। পন্ডিচেরির(Pondicherry) আর্যকুপ্পম গ্রামের বাসিন্দা সে। অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন:পশুদের ওপর অত্যাচার প্রতিরোধ আইনে বদল আনছে কেন্দ্র, কুকুর মারলে এবার জেল

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ৪৩ বছর বয়সী ওই ব্যবসায়ী ফেসবুকে পোস্ট করেন, যদি কেউ তাঁকে পাঁচ কোটি টাকা দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী(Narendra Modi) নরেন্দ্র মোদিকে খুন করতে রাজি আছেন। কিছুক্ষণের মধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় পোস্টটি। পোস্টটি নজরে পড়ার পর এক ট্যাক্সিচালক স্থানীয় থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ নেয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, তার ফেসবুক পোস্টে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে খুনের বিষয় নয়, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বকে অপমানসূচক মন্তব্যের পাশাপাশি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। যার জেরেই তাকে গ্রেফতার করার পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির ৫০৫(১) ও ৫০৫(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলার পর তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত।

Advt