মার্চ থেকেই শুরু ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকাকরণ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

0
1

৫০ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাস টিকাকরণ শুরু হবে মার্চ মাস থেকেই। জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। এছাড়াও যারা একাধিক রোগে আক্রান্ত তাঁরাও টিকা পাবে মার্চ থেকেই।

স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাস থেকে টিকাকরণের তৃতীয় দফা শুরু হবে। এবার দেশের ৫০ বছরের বেশি বয়সীদের টিকাকরণ হবে। ২০২১-২২ -এর বাজেটে টিকাকরণ কর্মসূচির জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মার্চ মাসে সারা দেশে প্রায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়া হতে পারে। ৫০ বছরের বেশি বয়সী ছাড়াও এক বা একাধিক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও টিকাকরণ হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। সোমবার সংসদ ভবনে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ বলেছিলেন, প্রয়োজনে বাজেট বাড়ানো হতে পারে।

১৬ জানুয়ারি থেকে সারা দেশে নভেল করোনাভাইরাসের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা কথা অনুযায়ী টিকাকরণ হচ্ছে। অর্থাৎ প্রথম দফায় দেশের স্বাস্থ্যকর্মী, চিকিত্সক, সাফাইকর্মী ও কোভিড যোদ্ধাদের টিকাকরণ হবে। তার পর দেশের বয়স্ক ব্যক্তিদের টিকা দেওয়া হবে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রথম দফায় এক কোটি স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়েছে। সামনের সারির কর্মীদের টিকাকরণ কর্মসূচি শুরু হবে কয়েকদিনের মধ্যে। মার্চ মাসে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি কবে থেকে শুরু হবে, তা নিয়ে এখনও কোনও তারিখ ঘোষণা করেনি কেন্দ্র। তবে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে দেশের পঞ্চাশোর্ধ ব্যক্তিদের টিকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, টিকা নেওয়ার পর সারা দেশে মোট ১৮ জনের মৃত্য়ুর খবর পাওয়া গিয়েছে। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যারা মারা গিয়েছেন তাঁদের মৃত্যুর জন্য কোনভাবেই করোনা টিকা দায়ি নয়। যে দুটি ভ্যাকসিনের ব্যবহারিক প্রয়োগের অনুমতি দেয়েছে ড্রাগ কন্ট্রোলার, সেগুলি সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন-মদনের পাশে দাঁড়িয়ে সায়নী বললেন, মহিলা মুখ্যমন্ত্রীর জন্যই নারী সুরক্ষার শীর্ষে বাংলা

Advt