উত্তরবঙ্গের জন্য সত্যিকারের কিছু করার ইচ্ছে থাকলে শিলিগুড়িকে রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসেবে ঘোষণার চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তাও শিলিগুড়িতে দাঁড়িয়েই। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এক দলীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে অধীরবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, দিদি, উত্তরবঙ্গের প্রতি সত্যিকারের দরদ যদি থাকে তা হলে এখনই শিলিগুড়িকে রাজ্যের দ্বিতীয় রাজধানী বলে ঘোষণা করুন। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিচারে শিলিগুড়িকে দ্বিতীয় রাজধানী হিসেবে রাজ্য সরকার ঘোষণা করতে পারে বলে তিনি মনে করেন। এবং তৃতীয় রাজধানী হিসেবে অথবা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল হিসেবে আসানসোল- দুর্গাপুরের কথা ভাবা হোক বলেও তিনি দাবি করেন।
বক্তৃতায় অধীরবাবু উত্তরবঙ্গের নানা ক্ষেত্রে বঞ্চনার প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেন। দার্জিলিঙকে অশান্তি জিইয়ে রাখার জন্য মোদি এবং ‘দিদি’ দুজনেই দায়ি, বলে মন্তব্য করেন তিনি। এমনকী, বিমল গুরুংকে শত্রু মনে না করলেও তিনি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বশ্যতা স্বীকার করেছেন তা তিনি মানতে পারেননি বলে অধীরবাবু বক্তৃতায় বলেছেন।
শিলিগুড়ির সভায় ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, দলের প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক সুজয় ঘটক, ফাঁসিদেওয়ার কংগ্রেস বিধায়ক সুনীল তির-সহ অনেকেই। আসন্ন বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বাম-কংগ্রেস জোট ভালো ফল করবে বলে আশাবাদী অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন-কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে মালদহে বিক্ষোভ তৃণমূল যুব কংগ্রেসের