কৃষকদের চাক্কা-জ্যাম কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ রাজধানীতে। শনিবার মধ্য দিল্লির শহিদী পার্কের কাছে কৃষকদের চাক্কা-জ্যাম’কে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বেশ কয়েকজন। ইতিমধ্যেই আটক করা হয়েছে ৫০ জনকে।
তিনটি কৃষি আইন প্রত্যাহার করার দাবিতে দিল্লি সীমান্তের কাছে দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছেন কৃষকরা। তাঁরা তাঁদের দাবি থেকে সরতে অনড়। শনিবার সকাল থেকেই চাক্কা জ্যাম কর্মসূচির জন্য নিরাপত্তায় মোড়া হয়েছে দিল্লিকে। দিল্লির মেট্রো স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। মজুত রাখা হয়েছে জলকামান। এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনও অশান্তি না হয় তা নিয়ে বাড়তি সতর্ক ছিলেন প্রতিবাদী কৃষকরাও। তাতেও অশান্তির আঁচ এসে পড়ল দিল্লির বুকে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শহিদী পার্ক থেকে আটক করা বিক্ষোভকারীদের চাক্কা জ্যাম কর্মসূচি শেষ হওয়ার পরই ছেড়ে দেওয়া হবে।
শনিবারের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জম্মু-পাঠানকোট হাইওয়ে অবরুদ্ধ করেন প্রতিবাদী কৃষকরা। পঞ্জাবেও একইরকমভাবে জাতীয় সড়কের উপর বলতাড়া টোল জ্যাম করেন তাঁরা। রাজস্থান-হরিয়ানার কাছে শাহজাহানপুর সীমান্তের কাছে জাতীয় সড়কেও চলেছে অবরোধ। পাশাপাশি দেশের একাধিক জায়গায় পালিত হয় কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি। বেঙ্গালুরুতে একটি থানার বাইরে বিক্ষোভরত কৃষকদের আটক করে পুলিশ।
আরও পড়ুন-কৃষকদের চাক্কা জ্যামে পূর্ণ সমর্থন রাহুল-প্রিয়াঙ্কার