কর্মসংস্থানের লক্ষ্যে ডেউচা-পাঁচামিতে দ্রুত কাজ শুরু হবে

0
1

রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী  জানিয়েছেন, ডেউচা-পাঁচামিতে কাজ শুরু হবে খুব শীঘ্র, দক্ষ অদক্ষ হাজার হাজার শ্রমিক কাজের সুযোগ পাবেন। জমি অধিগ্রহণে দাম ঠিক হলে বর্ধিত মূল্য এবং সরকারি চাকরি নিশ্চিত।

কৃষকবন্ধু প্রকল্পে একর পিছু অনুদান আগামি খারিফ মরসুমের জন্য ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
পর্যটন শিল্পীদের উন্নয়নে ১০ হাজার থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে রাজ্য সরকার , এর জন্য বরাদ্দ করা হয়েছে ১০ কোটি টাকা। পরিবহণে লাইসেন্স নবীকরণে দেরী হলে জরিমানা মকুব করে দেওয়া হবে বলে জানানো হয়েছে । বালুরঘাট, মালদহ, কোচবিহার থেকে বিমান চলাচলে ৫০ কোটি বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী । সেচের জন্য ১০০ কোটি বরাদ্দ করা হয়েছে । ব্যবসায়িক পরিবহণে ৩০ জুন পর্যন্ত কর মকুব। অন্ডাল বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে, তার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ। এর ফলে কর্মসংস্থানের সুযোগ মিলবে ।ভ
তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মিত হবে। অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্যও বরাদ্দ করা হয়েছে ।