কয়লা কেলেঙ্কারি তদন্তে এবার নামল সিআইডি। রাজ্য সরকারের তরফে গঠন করা হয়েছে ২০ জনের এই দল। এই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন সিআইডির ডিআইজি অজয় ঠাকুর। ৩৩ টি মামলার মধ্যে ইতিমধ্যেই ৩ টি মামলায় তদন্ত শুরু করছে সিআইডি। এমনটাই জানা গিয়েছে ভবানী ভবন সূত্রে। জানা যাচ্ছে, বারাবনি, অন্ডাল, পান্ডবেশ্বর খনিতে যাবেন সিআইডি-র আধিকারিকরা। তাঁরা কথা বলবেন ইসিএল আধিকারিকদের সঙ্গে। সিআইডি-র আসানসোল শাখার আধিকারিকরা এই মামলার করবে তদন্ত।
শুক্রবার তাঁরা পশ্চিম বর্ধমানের অন্ডাল-সহ কয়েকটি জায়গায় যান। এদিন সিআইডি আধিকারিকরা শুক্রবার প্রথমেই কাজোড়া এরিয়া অফিস এবং পরে এর অন্তর্গত লছিপুর হরিশপুরের তালডাঙ্গা কয়লা খনি এলাকা-সহ আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন বৈধ, অবৈধ খনি পরিদর্শন করেন।
কয়লা কাণ্ডে এখনও পর্যন্ত ৩৩টি মামলার দায়ের হয়েছে। তার মধ্যে কয়লা চুরি, দুর্নীতি-সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ তোলা হয়েছে ইসিএলের তরফে। এই ৩৩ টি মামলার মধ্যে ইতিমধ্যেই ৩ টি মামলায় তদন্ত শুরু করছে সিআইডি। সূত্রের খবর, কয়লা চুরির অভিযোগ করে ইসিএল কর্তৃপক্ষ স্থানীয় থানায় মামলা করেছে। সিবিআই এখনও পর্যন্ত আসানসোলের ডামরা কালিপাহাড়ি শ্রীপুর নিঘা পানিহাটির মতো এলাকায় অভিযান চালিয়ে বহু তথ্য জোগাড় করেছে।
আরও পড়ুন-জোড়াবাগান কাণ্ড: নাবালিকার পরিবারের পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইলেন অগ্নিমিত্রা































































































































