নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউটাউনে আজাদ হিন্দ স্মারক তৈরি হবে। জানালেন মুখ্যমন্ত্রী। এর জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, নেতাজির নামে প্রতি জেলায় একটি করে ‘জয় হিন্দ ভবন’ নির্মাণ করা হবে। নেতাজি সম্পর্কিত পঠন পাঠন, গবেষণা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ভবনগুলি ব্যবহৃত হবে। ‘নেতাজি ব্যাটেলিয়ান’ নামে একটি বাহিনীর নামকরণ হবে কলকাতা পুলিশে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করার জন্য একটি যোজনা কমিশন গঠনের কথাও শুক্রবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারও নাম দেওয়া হবে নেতাজির নামে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫ কোটি। যুব সম্প্রদায়ের বৃত্তিমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের লক্ষ্যে ‘তরুণের স্বপ্ন’ নামে এক সরকারি কর্মসূচির কথাও এদিন বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

































































































































