ভোট অন অ্যাকাউন্ট পেশ মুখ্যমন্ত্রীর

0
18
  1. অলচিকি ভাষার জন্য ৫০০ টি নতুন স্কুল
  2. চা বাগান এলাকায় সাদ্দি ভাষায় ১০০ টি স্কুল
  3. হিন্দি-নেপালি ভাষার একশোটি নতুন স্কুল
  4. অলচিকি ভাষার স্কুলের জন্য দেড় হাজার প্যারাটিচার নিয়োগ
  5. আদিবাসী ও তপশিলিদের জন্য কুড়ি লক্ষ গৃহ নির্মাণ
  6. আগামী অর্থবছর মাদ্রাসার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ
  7. আগামী দিনে তপশিলিদের বাড়ি পাকা করে দেওয়া হবে
  8. রাজ্যের রাজস্ব আদায়ে অনেক বৃদ্ধি হয়েছে
  9. বিভিন্ন ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ হয়েছে
  10. রাজবংশীদের জন্য ২০০টি স্কুল তৈরি করা হবে
  11. স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২৫ হাজার কোটি টাকা ঋণ দেওয়া হবে
  12. নেতাজি ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে নিউটাউনে আজাদ হিন্দ স্মারক নির্মাণ
  13. কলকাতা পুলিশের নতুন ‘নেতাজি ব্যাটালিয়ান’
  14. এর জন্য ১০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে
  15. রাজ্যে যোজনা কমিশন গঠন
  16. কমিশনের নাম হবে রাজ্য নেতাজি যোজনা কমিশন
  17. ‘মা’ নামে কমন কিচেন তৈরি করা হবে
  18. এখান থেকে রান্না করা খাবার দেওয়া হবে
  19. যার জন্য বরাদ্দ হবে ১০০ কোটি টাকা
  20. বিনামূল্যে রেশন ব্যবস্থা জুন-জুলাই মাসের পরেও ধারাবাহিকভাবে চালু থাকবে
  21. দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান প্রতিবছর দু’মাস করে হবে
  22. আইএএস-আইপিএসেএর প্রশিক্ষণের জন্য কেন্দ্র তৈরি হবে
  23. থাকা-খাওয়ার ব্যবস্থা করবে সরকার
  24. আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণীর সব ছাত্রছাত্রীকে একটি করে ট্যাব দেওয়া হবে
  25. সব বিধবাদের ভাতা দেওয়া হবে
  26. পার্শ্ব শিক্ষকদের ৩ শতাংশ হারে ভাতা বৃদ্ধি
  27. অবসরের পর তিন লাখ টাকা এককালীন
  28. আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত গ্রামের রাস্তাকে রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে
  29. নন্দীগ্রামে, নন্দীগ্রাম-হলদিয়ার মধ্যে একটি সেতু নির্মাণ হবে
  30. উল্টোডাঙ্গা ও বাঙুরের মধ্যে তিন কিলোমিটার একটি উড়ালপথ তৈরি হবে
  31. রুবি থেকে কালিকাপুর উড়ালপথ এবং স্কাইওয়াক নির্মাণ হবে
  32. খিদিরপুরে পুরনো লোহার সেতুর বাদলে একটি নতুন সেতু নির্মাণ হবে
  33. উল্টোডাঙ্গা থেকে পোস্তা পর্যন্ত উড়ালপথ
  34. পাইকপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত উড়ালপথ
  35. পর্যটন ক্ষেত্রে আগামী পাঁচ বছরের জন্য নতুন ইন্সেন্টিভস স্কিম
  36. অশোকনগরে প্রাকৃতিক গ্যাসের উত্তোলন কেন্দ্র এবং তাকে ঘিরে শিল্প
  37. দেউচাপাচামিতে কয়লা উত্তোলন কেন্দ্র
  38. ব্যবসায়ী পরিবহনে রোড ট্যাক্স মকুব
  39. অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে
  40. আগামী অর্থবছরের দেড় কোটি কর্মসংস্থানের সুযোগ
  41. ২ লক্ষ ৯৯ হাজার ৬৮৮ কোটি টাকা বাজেট বরাদ্দ
  42. “আপনি আমাকে বিশ্বাস দিন, আমি আপনাকে নিঃশর্তে সেবা দেব”

আরও পড়ুন-পার্শ্ব শিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার

Advt