ফ্যাশন দুরন্ত দুনিয়ায় অনেক ছেলেই শখ করে কানের দুল পরেন, হাতে বালা পরেন। কিন্তু কপাল গর্ত করে হিরে বসানো এটা হয়তো কখনও দেখেননি বা শোনেননি।এমনই এক কাণ্ড করেছেন লিল উজি ভার্ট নামে আমেরিকান একজন র্যাপার গায়ক। তার আসল নাম সিমের উডস।
সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিওতে দেখা গিয়েছে কপালে গর্ত করে বড় একটি গোলাপি হিরা বসিয়ে মাথা ঝাঁকাচ্ছেন লিল উজি ভার্ট। এর বাজার মূল্য ১৭৫ কোটি টাকা । সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘Beauty is Pain’।
I’ve been paying for a natural pink diamond from Elliot for years now . This one Stone cost so much I’ve been paying for it since 2017. That was the first time I saw a real natural pink diamond. ♦️ A lot of M’s in my face ? ? ???????????????????????
— Uzi London ?☄️?® (@LILUZIVERT) January 30, 2021
এই অভিনব ভাবনাচিন্তা দেখে হকচকিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তাঁর মুখে গোলাপি হিরের ভিডিও এই মুহূর্তে ট্রেন্ডিং।
এক দিনে ১১ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে ভিডিওটি।