স্বামীকে খুন করে থানায় হাজির বধূ! সত্যতা যাচাই করছে পুলিশ

0
1

স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। প্রতি রাতে বাড়ি ফিরে সাংসারিক অশান্তি। অতিষ্ঠ হয়ে স্বামীকে (Husband) পিটিয়ে খুন করে থানায় হাজির হয়েছেন স্ত্রী (Wife)। দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের মেঝে থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ (Police)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbeahar) তুফানগঞ্জের বটতলাতে৷ তুফানগঞ্জ থানার পুলিশ জানায়, মৃতের নাম স্বামী রতন সূত্রধর; পেশায় কাঠমিস্ত্রি৷ সাংসারিক অশান্তির জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।

আরও পড়ুন:বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে সঙ্ঘে ক্ষোভ, ‘বিলম্বিত বোধোদয়’, কটাক্ষ আশ্রমিকদের

গ্রামবাসীরা জানান, এরআগেও একাধিকবার স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি হয়। এমনকী বাপেরবাড়িও চলে গিয়েছিলেন স্ত্রী ফুলকুমারী সূত্রধর৷ পরে মাস দুয়েক আগে ফিরলে ফের সংসার শুরু হয়। বুধবার রাতে অশান্তি চরমে উঠলে অভিযুক্ত স্ত্রী রড বা লাঠি দিয়ে আঘাত করলে স্বামীর মৃত্যু হয় বলে অভিযোগ। দম্পতির একটি কন্যা সন্তান আছে৷ খুনের পরে ফুলকুমারী থানায় গিয়ে গোটা ঘটনা জানালে তুফানগঞ্জ (Toophanganj) থানার পুলিশ বটতলা এলাকায় তাঁদের বাড়িতে যায়৷ ঘরের মেঝে থেকে পুলিশ রতন সূত্রধরের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ অভিযুক্তের বয়ান সত্যতা যাচাই করছে পুলিশ।

Advt