যেখানে বিধানসভা নির্বাচনের প্রচারে বারবার সাম্প্রদায়িক ইস্যুকে হাতিয়ার করছে বিজেপি (Bjp), সেখানে কর্মকে সামনে রেখে লড়াইয়ের ডাক দিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূল (Tmc ) সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। প্রত্যয়ী অভিষেক জানান, আড়াইশোর বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরব।
বৃহস্পতিবার, গীতাঞ্জলি (Gitanjali) স্টেডিয়ামে তপশিলি জাতি-উপজাতি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তৃণমূল নেত্রী মমতা (Mamata Bandopadhyay) বন্দ্যোপাধ্যায়। কিন্তু অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন অভিষেক। আর সেখানেই তিনি বলেন, “আমাদের লড়াই ধর্মকে সামনে রেখে নয় কর্মকে সামনে রেখে। জাতকে সামনে রেখে নয় ভাতকে সামনে রেখে। কবরস্থানকে সামনে রেখে নয়, কর্মসংস্থানকে সামনে রেখে”।
অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদি সরকারের তুলনায় তৃণমূল জমানায় উন্নয়ন এবং কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরেন। কৃষক আন্দোলনের উদাহরণ দিয়ে তিনি বলেন, দিল্লিতে আন্দোলন ঠেকাতে পারছে না, কৃষকদের সমস্যার সমাধান করতে পারছে না। অথচ বাংলায় এসে তারা কৃষক দরদী কথা বলছে।
তিনি বলেন, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয়বার সরকার গড়বে তৃণমূল। এবং তাদের লক্ষ্য আড়াইশো বেশি আসন পেয়ে ক্ষমতায় আসা।


































































































































