উত্তরবঙ্গ থেকে কলকাতা আরও তিনটি ট্রেন, ফের চলবে এনজেপি-হলদিবাড়ি প্যাসেঞ্জারও

0
1

উত্তরবঙ্গ থেকে কলকাতা (Kolkata) যাতায়াতের জন্য আরও তিনটি প্যাসেঞ্জার ট্রেন (Train) ফের চালু করছে রেল। একইসঙ্গে নিউ জলপাইগুড়ি ও হলদিবাড়ি ভায়া জলপাইগুড়ি প্যাসেঞ্জার ট্রেনও ফের চালু হচ্ছে। রেল জানিয়েছে, কলকাতাগামী যে ট্রেনগুলি পুনরায় চালু হচ্ছে সেগুলি হল-

শিয়ালদহ-বামনহাট (Sealdah-Bamonhat)

হলদিবাড়ি-কলকাতা (Haldibari-Kolkata)

শিয়ালদহ-আলিপুরদুয়ার প্যাসেঞ্জার (Sealdah-Alipurduwar)

এর মধ্যে বামনহাট-শিয়ালদহ ও কলকাতা-হলদিবাড়ি ট্রেন দুটি 6 ফেব্রুয়ারি থেকে চলাচল শুরু করবে। শিয়ালদহ –আলিপুরদুয়ার ট্রেন চলবে ৮ ফেব্রুয়ারি থেকে।

রেল সূত্রে জানানো হয়েছে, ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে পাঁচদিন চলবে। এতদিন ট্রেনটি সপ্তাহে একদিন চলছিল। কোভিড বিধি মেনেই ট্রেন চলাচলের মাত্রা বাড়ানো হচ্ছে বলে রেল জানিয়েছে।

Advt