শারীরিক নির্যাতনের পর নাবালিকাকে গলা কেটে খুন! জোড়াবাগানে উত্তেজনা

0
1

৯ বছরের এক নাবালিকার (Minor) গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর কলকাতার জোড়াবাগান থানা (Jora bagan PS) এলাকায়। অভিযোগ, ওই নাবালিকাকে শারীরিক নির্যাতনের পর গলা কেটে খুন করা হয়। ঘটনাস্থলে পুলিশ এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীযারা।

পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছেন জয়েন্ট সিপি (Jt CP) ক্রাইম মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। স্নিফার ডগ (Sniper Dog) নিয়ে চলছে তল্লাশি (Raid)। এলাকায় রয়েছেন বিদায়ী কাউন্সিলরও।

জানা গিয়েছে, ৯ বছরের ওই শিশুটি জোড়াবাগানের বৈষ্ণব শেঠ স্ট্রিটে মামাবাড়ি বেড়াতে এসেছিল। গতকাল, বুধবার সন্ধ্যা থেকেই সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পাওয়া গেলে পরিবারের সদস্যরা রাতেই থানায় খবর দেয়। কিন্তু অভিযোগ, পুলিশের তরফ থেকে তেমন কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন:শীতের ঝোড়ো ব্যাটিং আগামী সপ্তাহেও!

এরপর আজ, বৃহস্পতিবার সকালেই নাবালিকার নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির সদস্যরা। মামাবাড়ির ঠিক পাশের বাড়ির চার তলার ছাদে তার গলা কাটা দেহ উদ্ধার করা হয়। ঘটনা জানাজানি হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দেশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

Advt