দুর্ঘটনার কবলে প্রিয়াঙ্কার কনভয়, অল্পের জন্য রক্ষা

0
1

বরাত জোরে অল্পের জন্য(luckily saved from accident) রক্ষা পেলেন প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের রামপুরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রিয়ঙ্কা গান্ধীর কনভয়।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কৃষক আন্দোলনের জেরে নিহত একজনের বাড়ি যাচ্ছিলেন প্রিয়ঙ্কা। তার পরিবারকে কিছু সাহায্য এবং সমবেদনা জানাতে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, প্রিয়ঙ্কার গাড়ির ওয়াইপারে জল ছিল না। উইন্ডশিল্ডে নোংরা জমে গিয়েছিল। যে কারণে, চালকের দেখেতে অসুবিধে হচ্ছিল। চলতে হঠাৎই চালক আচমকা ব্রেক কষেন। সঙ্গে সঙ্গে পিছনে থাকা কনভয়ের ৪-৫ টি গাড়ি এসে একে অপরকে ধাক্কা মারে।

কয়েকটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে। তবে প্রিয়ঙ্কার কোনও চোট লাগেনি বলেই কংগ্রেস এবং পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Advt