এবার রাজ্য সরকারি কর্মীদের 100% হাজিরের নির্দেশ দিল নবান্ন। বৃহস্পতিবার, নবান্নে (Nabanno) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় করোনাকালে (Corona) যে 50% হাজিরের নির্দেশ দেওয়া হয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে।

সরকারি তরফে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। এমনকী যাতায়াতের জন্য পরিবহন পরিষেবাও এখন অনেকটাই স্বাভাবিক। এই পরিস্থিতিতে দ্রুত সরকারি প্রকল্পের কাজ শেষ করতে কর্মীদের এবার থেকে 100 শতাংশ হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।






































































































































