এবার প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) মা-কে চিঠি (Letter) লিখলেন আন্দোলনরত কৃষকরা (Farners)। প্রধানন্ত্রীর মা হীরাবেন মোদিকে চিঠি লিখে কৃষকরা বলেন, কেন্দ্রীয় সরকারের তিনটি কৃষি বিল (Farm Laws) কৃষকদের অনেক ক্ষতি করবে। তাই এই ঠাণ্ডার মধ্যেও লাগাতার আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। অনেকের মৃত্যু পর্যন্ত ঘটেছে। কিন্তু নিজেদের অবস্থানে অনড় সরকার।
এবার তাই পঞ্জাবের ফিরোজপুরের কৃষকরা প্রধানমন্ত্রীর মা-কে চিঠি লিখেছেন। চিঠিতে তাঁদের আর্জি , ”খুবই দুঃখের সঙ্গে এই চিঠি লিখতে হচ্ছে। দেশের অন্নদাতারা আজ রাস্তায় থাকতে বাধ্য হচ্ছে। আপনি নিশ্চয়ই জানেন, অনেক প্রতিকূলতার মধ্যে আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি। বাচ্চা, মহিলারাও এখন এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা সবাই খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। বহু কৃষক মারাও গিয়েছে। তিনটি কৃষি আইন (Farm Bills) আমাদের ধংস করে দেবে। এই আইন অবিলম্বে সরকারের প্রত্যাহার করা উচিত। আমরা জানি, মায়ের কথা ছেলে ফেলতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে বোঝান। কৃষি আইন দেশের কৃষকদের ক্ষতি করবে। এটা আমরা সরকারকে বুঝিয়ে উঠতে পারছি না। এখন আপনিই আমাদের ভরসা। আপনি আমাদের সাহায্য করুন।”
জানা গিয়েছে, কৃষকদের পক্ষে হরপ্রীত সিং (Harpreet Singh) এই চিঠি লিখেছেন মোদির মা-কে। প্রসঙ্গত, কিছুদিন আগে সিমলায় বিনা অনুমতিতে আন্দোলন করার জন্য এই হরপ্রীত সিং-কে গ্রেফতার করেছিল পুলিশ।
আরও পড়ুন- আব্বাস-ই হতে পারে তুরুপের তাস! জোটের অনুমতি চেয়ে সোনিয়াকে চিঠি মান্নানের