দিল্লি সামলে, বাংলার কথা ভাববেন: মোদি সরকারকে তোপ তৃণমূল সাংসদের 

0
1

সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Bryan)। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে কৃষকদরদী বলে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, সংসদে (Parliament)সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের (Tmc) রাজ্যসভার দলনেতার ডেরেক বলেন, “আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন”। একই সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রসঙ্গেও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ করেন ডেরেক।

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় দু’মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা। বৃহস্পতিবার, রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনার আগে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক ভাষণে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে ডেরেক বলেন, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, যখন ছোট ছোট স্বাধীনতার জন্যও সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মাইক্রোফোন এবং টিভির সম্প্রচার বন্ধ না করে বা সাংসদদের অধিবেশন থেকে বাইরে না বের করে দেওয়াকে প্রাপ্তি বলে ধরতে হয়“।

 

কৃষক আন্দোলনকে অনেক প্রবাসী ভারতীয় সমর্থন জানাচ্ছেন। এমনকী, অনেক বিদেশী তারকাও আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এর কড়া সমালোচনা করেছে কেন্দ্র। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনও দেশের মাথা ঘামানোর প্রয়োজন নেই বলে মনোভাব ব্যক্ত করে বিজেপি (Bjp) সরকার। এই বিষয় নিয়েও মোদির বিরুদ্ধে কটাক্ষ করেন ডেরেক। তিনি প্রশ্ন তোলেন, ‘‘এখন আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ায় আমরা ক্ষুব্ধ হচ্ছি, কিন্তু কে বলেছিলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’? এখন বলা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ!‘‘

 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কিশান নিধি যোজনা চালু না করা নিয়ে ক্রমাগত শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে পদ্ম শিবির। এই কৃষক আন্দোলনকে হাতিয়ার করে দিল্লি সামলে, বাংলা সামলানোর কথা বললেন তৃণমূল সাংসদ।

Advt