স্থানীয় লোক এবং গাড়ি চালকদের শিলিগুড়ি (Siliguri) লাগোয়া ড্রাই পোর্ট অর্থাৎ স্থলবন্দরে কাজে নিয়োগ করতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে আইএনটিটিইউসির (ITTUC) বিক্ষোভ করে স্থলবন্দরে। তা ঘিরে তুলকালাম এলাকায়। অভিযোগ, বিক্ষোভকারীদের ঠেকাতে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে। যদিও এই কথা কর্তৃপক্ষ মানতে নারাজ।

নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) স্টেশনের কাছেই গড়ে উঠেছে স্থলবন্দর। আন্দোলনকারীদের দাবি, স্থলবন্দরে স্থানীয়দের শ্রমিক হিসেবে অগ্রাধিকার দিতে হবে। তা নিয়েই বিক্ষোভ দেখানো শুরু হয়। সে সময়ে গুলি চালানোর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোলমালের জেরে ভাঙচুর হয় স্থলবন্দরের কার্যালয়। আন্দোলনকারীদের দাবি, লাঠির আঘাতে জখম হয়েছেন বহু শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় পুলিশ (Police) বাহিনী




































































































































