বিরাটেই ভরসা গম্ভীরের

0
2

ভারতীয়( india) দলে একদিনের এবং টেস্ট দলের জন‍্য একেবারে যোগ‍্য অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। মঙ্গলবার এমনটাই জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর( gautam gambhir)।

মঙ্গলবার একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন,”টি-২০তে বিরাটের নেতৃত্ব নিয়ে আমার বরাবরই প্রশ্ন ছিল। কিন্তু একদিনের ক্রিকেট বা টেস্ট ক্রিকেটে ওর নেতৃত্ব নিয়ে আমার কোনও সংশয় নেই।’’ তিনি আরও বলেন, “বিরাটের নেতৃত্বে ভারত খুবই ভাল খেলেছে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে। আমি নিশ্চিত, ভবিষ্যতেও এ ভাবেই বিরাটের নেতৃত্বে এগিয়ে যাবে ভারতীয় দল।”

গম্ভীরের কথায় বিরাটের নেতৃত্বে ভারতীয় দলের সদস‍্যরা বেশ খুশি। দলের ক্রিকেটাররা খোলামেলা মনে খেলতে পারে। বিরাটের নেতৃত্বের ধরন আমি পছন্দ করি। তবে টি-২০ তে বেমানান বিরাট।

কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিঙ্কে রাহানের নেতৃত্বে ঐতিহাসিক জয় পায় ভারতীয় দল। এই জয়ে কার্যত টিম ইন্ডিয়ার নেতৃত্ব ভাড় নিয়ে বিভক্ত ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে নামার আগে হঙ্কার জো রুটের

Advt