অফলাইনেই হবে পরীক্ষা, ঘোষণা হল CBSE-র দশম-দ্বাদশ-এর নির্ঘণ্ট

0
9

মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ ঘোষণা হল। দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে মে মাসের ৪ তারিখ থেকে। দশম শ্রেণীর পরীক্ষা চলবে ৭ জুন পর্যন্ত এবং দ্বাদশের পরীক্ষা চলবে ১১ জুন পর্যন্ত। যেসব বিষয়ে প্র্যাক্টিক্যাল রয়েছে সেগুলি শুরু হবে পয়লা মার্চ থেকে, এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রক।

চার দিন দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে – প্রথমটি সকাল ১০.৩০ টা থেকে দুপুর ১.৩০ এবং দ্বিতীয়টি ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত থাকবে। দশম শ্রেণীর সবকটি পরীক্ষা সকাল ১০.৩০ থেকে দুপুর ১.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরই সঙ্গে সিবিএসই আরও বলেছে, যে চার দিনের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে, সকালে কর্মরত কর্মীদের বিকেলে ডিউটি দেওয়া হবে না।

সমস্ত পরীক্ষা অফলাইনে অর্থাৎ লিখিতভাবে অনুষ্ঠিত হবে এবং যথাযথ COVID-19 সুরক্ষা প্রোটোকল মেনেই। এবং সেখানে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিইটিজার ব্যবহার বাধ্যতামূলক। আগেই করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের কারণে প্রতিটি সাবজেক্টের ৩০ শতাংশ করে সিলেবাস কমানো হয়েছিল।

সিবিএসই ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-রাজ্যে কবে থেকে খুলতে পারে স্কুল? জানালেন শিক্ষামন্ত্রী

Advt