২০২১-২২ অর্থ বর্ষের নতুন বাজেটের গালভরা প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও বিশেষজ্ঞদের দাবি এই বাজেটে মধ্যবিত্তের কাঁধের বোঝা হালকা হওয়া তো দূরে থাক আরও বেশি করে ভারী হয়ে উঠল। নয়া বাজেটের তথ্য বলছে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ দ্রব্যের মূল্য বৃদ্ধি হতে চলেছে। সে তুলনায় হাতেগোনা অল্প কিছু পণ্যের দাম কমানো হয়েছে।
এক ঝলকে দেখে নেওয়া যাক নতুন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো ও কমল:
যে সমস্ত পণ্যের দাম বাড়তে চলেছে
১. প্রতিবারের মতোই এবারও প্রত্যাশিতভাবে দাম বাড়ছে সিগারেট ও তামাকজাত দ্রব্যের।
২. চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত বিদেশি যন্ত্রপাতি।
৩. বিদেশি চটি।
৪. বিদেশি আসবাবপত্র।
৫. ওয়াল ফ্যান।
৬. টেবিল ক্লথ।
৭. চিনা সেরামিক বা পোর্সেলিন দিয়ে বানানো কিচেন ওয়্যার।
৮. ইস্পাত।
৯. তামা।
১০. ক্লে আয়রন।
১১. ক্যাটালাইটিক কনভার্টার
১২. যানবাহনের যন্ত্রাংশ (বৈদ্যুতিক যানবাহন বাদ)।
যে সমস্ত পণ্যের দাম কমতে চলেছে
১. আমদানি করা নিউজপ্রিন্ট
২. হালকা কাগজ
৩. পরিশুদ্ধ টেরেফথ্যালিক অ্যাসিড।
৪. স্কিম্ড দুধ।
৫. সয়া তন্তু।
৬. সয়া প্রোটিন।
৭. পশুখামারের দ্রব্যাদি ও কয়েক ধরনের মদ।
আরও পড়ুন:৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে রথযাত্রার অনুমতি চেয়ে মুখ্যসচিবকে চিঠি বিজেপির
এর পাশাপাশি ঘুরপথে মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে বাজেটে পেট্রোল-ডিজেলে কৃষি সেস বসানোর ঘোষণা করা হয়েছে। প্রতি লিটারে পেট্রোলে ২.৫০ টাকা হিসেবে বসছে কৃষি সেস, লিটার পিছু ডিজেলে চাপছে ৪ টাকা কৃষি সেস। অন্যদিকে আবার বাড়তে থাকা সোনা রুপোর দামে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া সোনার দামে পতন ঘটতে চলেছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, ভারতে সোনার দামে ধরা থাকে আমদানি শুল্ক ও ৩% জিএসটি। এক্ষেত্রে আমদানি শুল্ক কমলে সোনার দামে যে পতন ঘটবে তা বলার অপেক্ষা রাখে না।


































































































































