সোমবার ২৫০ টি অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। কৃষক আন্দোলনের প্রতিবাদ করে তারা ‘ফেক’ এবং ‘উস্কানিমূলক’ পোস্ট করেছিল বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, ২৫০ ট্যুইটার অ্য়াকাউন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তিমন্ত্রক। ২৫০ টি অ্যাকাউন্ট ব্লকের তালিকায় রয়েছে রাজ্যের সিপিএম নেতা মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্টও।
দিল্লির কৃষক আন্দোলনে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন বাম নেতা হান্নান মোল্লা। মহম্মদ সেলিম সরাসরি সেই আন্দোলনে যুক্ত না হলেও লাগাতার কৃষকদের পাশে থেকেছেন তিনি। এদিন দুপুরে সেলিমের টুইটার অ্যাকাউন্ট খুলতে গিয়ে দেখা যায় সংস্থার পক্ষে জানানো হয়েছে, ‘আইনি কারণে ভারতে অ্যাকাউন্টটি ব্লক করা হয়েছে’।
সিপিএম নেতা মহম্মদ সেলিমের অ্যাকাউন্ট ছাড়াও এবং যেগুলি কিষাণ একতা মঞ্চের অন্তর্ভুক্ত সেগুলি ব্লক করা হয়েছে। ব্লক করা হয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়নের একতা উরগাহান এবং আপ বিধায়কদেরও অ্যাকাউন্টও।
সাধারণতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের জেরে একেবারে রণক্ষেত্র চেহারা নেয় দিল্লি। দফায় দফায় সংঘর্ষ বাধে কৃষক এবং পুলিশের মধ্যে। কয়েকশো পুলিশ আহত হন। মারা যান একজন কৃষক। তারপর থেকেই কৃষক আন্দোলনের বিরোধিতায় একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র। এই পরিস্থিতি আরও একটি পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় তথ্য়-প্রযুক্তি দফতর। কৃষক আন্দোলনে সমর্থনকারী ২৫০টি টুইটার অ্যাকাউন্ট ব্লক করেছে তারা।
আরও পড়ুন-জ্বালানিতে ‘কৃষি-সেস’, পেট্রোল-ডিজেল হবে ১০০ টাকা লিটার