কয়লা পাচারকাণ্ডের তদন্তে খনি বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে CBI

0
2

কয়লা পাচারকাণ্ড (Coal Smaggling Scam) আরও তৎপর সিবিআই(CBI) এবার তদন্তে খনি বিশেষজ্ঞদের সাহায্য নিলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। আজ, সোমবার ইসিএলের (ECL) বিভিন্ন এলাকায় ফের তল্লাশি অভিযান (Raid) চালায় সিবিআই। ইসিএলের ভিজিলেন্স, ইসিএল কর্তৃপক্ষ ও সিআইএসএফ( (CISF) নিয়ে অণ্ডালের (Anda) বেআইনি কয়লা খনি এলাকা চোষে ফেলেন তদন্তকারী আধিকারিকরা।

এরইমধ্যে এদিন পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল থানা এলাকার কাজোরা এরিয়ার হরিশপুর, লছিপুর ও টপলাইন এলাকায় ৩০ জনের একটি দল বের হয়। সকাল থেকে শুরু হয় ফিতে দিয়ে মাপজোক। মাটির নিচে কতটা গভীরে এবং কতটা জায়গা জুড়ে কয়লা উত্তোলন হয়েছে সরেজমিনে তা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা।

এদিনের তদন্তের মূল বিষয় ছিল, অবৈধ খনিগুলি থেকে কী পরিমাণ কয়লা উত্তোলন করা হয়েছে এবং কোন কোন জায়গা থেকে তা তোলা হয়েছে সেটাই খতিয়ে দেখা। যা কার্যত টেকনিক্যাল বিষয়। এবং সেই কারণেই কয়লা বিশেষজ্ঞদের সাহায্য নেয় সিবিআই।

আরও পড়ুন : কৃষক আন্দোলনকে সমর্থন করে ‘উস্কানিমূলক’,পোস্ট! ব্লক সেলিম সহ ২৫০ টুইটার অ্যাকাউন্ট

Advt