লক্ষ্য বিধানসভা: বাজেটে জোর বাংলা-তামিলনাড়ুর রাস্তায়

0
1

মসৃণ রাস্তা বেয়ে ভোট যুদ্ধে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি (Bjp)। সেই কারণেই রাজ্যগুলিতে এবছর বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে রাস্তা তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র। সামনেই বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এবারের বাজেটে তারই প্রতিফলন। বাজেট পেশে শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) বলেন, “এমন বাজেট আগে কখনও হয়নি”। আর তারই অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গে রাস্তা তৈরিতে জোর।

আরও পড়ুন:একুশের লক্ষ্যে “বাঙালি অস্মিতা”, কবিগুরুর কবিতা পাঠে বাজেট বক্তৃতা শুরু নির্মলার

• বাংলায় ৬৭৫ কিলোমিটার সড়ক তৈরি হবে

• কলকাতা-শিলিগুড়ি রাস্তা সংস্কার হবে

• বাংলায় রাস্তা সংস্কারের জন্য ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ

• খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর নির্মাণ করা হবে

• তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের প্রস্তাব

• মুম্বই-কন্যাকুমারী করিডর হবে

তবে বেসরকারিকরণের কাঁটা জিইয়ে রেখে নির্মালা সীতারমণ জানালেন, জাতীয় সড়ক নির্মাণের কাজের বরাত বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।