বিজেপিতে যোগ দিতেই জেড ক্যাটাগরি নিরাপত্তা বলয়ে রাজীব

0
1

বিজেপিতে (BJP) যোগদানের প্রথম পুরস্কার হিসেবে জেড ক্যাটাগরির (Z Catagory) নিরাপত্তা (Security) পাচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহর (Amit Sah) দফতর থেকে রাজীবকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার নিজে মুখেই সেকথা জানালেন।

তবে রাজীবের জন্য এই পুরস্কার খুব স্বাভাবিক ভাবেই অপেক্ষা করছিল। একেবারে শুভেন্দু অধিকারী স্টাইলে তিনি
মন্ত্রিত্ব, বিধায়ক পদ ও দল ত্যাগের পরও জেড ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন। শুভেন্দুর মতোই কেন্দ্রীয় রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীর জন্য থাকবে বুলেট প্রুফ গাড়ি।

আরও পড়ুন:সাংসদ পদে সম্ভবত ইস্তফা দিতে চলেছেন দিব্যেন্দু অধিকারী, তুঙ্গে জল্পনা

উল্লেখ্য, গত শনিবার বিশেষ বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাতধরে বিজেপিতে যোগ দিয়েছেন রাজীব। ঠিক তার পরের দিন অর্থাৎ গতকাল, রবিবার নিজের জেলা হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তিনি সভা করে পুরোনো দলকে নিশানা করে আক্রমণাত্মক ভাষণ দেন। রাজীবের সভার শেষে হাওড়ার একাধিক এলাকায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ হয়। রাজীব তৃণমূল থেকে বিদায় নিতে উৎসবে মেতে ওঠেন ঘাসফুল শিবিরের পুরোনো দিনের কর্মী-সমর্থকরা। মিছিল করেন, একে অপরের মিষ্টিমুখ করার।