মেয়ের ছবি পোস্ট বিরুষ্কা দম্পতির

0
2

সোশ্যাল মিডিয়ায় মেয়ে ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা ( anushka sharma)। এরপাশাপাশি প্রকাশ‍্যে আনলেন নামও। এদিন সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, সদ‍্যোজাত কন‍্যা সন্তানকে নিয়ে দাড়িয়ে অনুষ্কা শর্মা, পাশে দাড়িয়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি ( virat kohli)। যদিও ছবিতে মেয়ের মুখ দেখাননি বিরাট দম্পতি।

বিরুষ্কার কন‍্যা সন্তানের নাম রাখা হয়েছে ভামিকা। এদিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট হতেই নিমিষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মন কুড়ায় নেটিজেনদেরও।

এদিন সোশ্যাল মিডিয়ায় তদের ছবি পোস্ট করে লেখেন, “একে অপরকে ভালবেসে, একে অপরকে সম্মান জানিয়ে, আমরা একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই ছোট্ট প্রাণ, ভামিকা, আমাদের দু’জনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিয়েছে। চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি— এই সব ক’টা অনুভূতি যেন একটা মুহূর্তে মনের মধ্যে খেলে যায়।” এরপাশাপাশি তিনি আরও লেখেন,”ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে।” এই ছবির পোস্টে বিরাট কোহলি রি-পোস্ট করে লেখেন,” আমার গোটা দুনিয়া এই একটি ফ্রেমে”।

এই মুহূর্তে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ খেলতে পরিবারের থেকে দূরে ভারত অধিনায়ক। দলের অন‍্য ক্রিকেটাররা পরিবার সঙ্গে নিয়ে গেলেও, দলে একাই যোগ দিয়েছেন বিরাট।

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে আসতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহ

Advt