এবার সম্ভবত দল বদলাতে চলেছেন তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ সাংসদ পদ থেকেও সম্ভবত ইস্তফাও দিতে চলেছেন ! এ নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে৷
চর্চা এ কারনেই, দিব্যেন্দু
লোকসভার স্পিকারের কাছে আলাদা করে দেখার করার জন্য সময় চেয়েছেন৷ তৃণমূল (TMC) সাংসদ দিব্যেন্দু অধিকারীকে ( Dibyendu Adhikary) নিয়ে তাই এই জল্পনা। প্রশ্ন উঠেছে, তাহলে কি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দেবেন তিনি ? তবে দিব্যেন্দু জানিয়েছেন, “আগামী ১০ ফেব্রুয়ারি দুপুরে সময় দিয়েছেন স্পিকার। জল্পনার কিছু নেই। আমি এখনও পর্যন্ত তৃণমূলেই আছি”। এর আগে অধিকারী পরিবারের শুভেন্দু (Suvendu Adhikary) দল ছাড়ার পরই বিজেপিতে যোগ দেন৷ দিব্যেন্দুও কি সেই পথেই হাঁটবেন ? অধিকারী পরিবারের সঙ্গে ইদানিং তৃণমূলের (TMC) সম্পর্কের রসায়নের বদল ঘটেছে৷ শিশির অধিকারী এবং সৌমেন্দু অধিকারীকে পদচ্যুত করা হয়েছে দল ও প্রশাসনের তরফে৷ নির্দেশিকা জারি করে কাঁথির পুরসভার প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারীকে। দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) চেয়ারম্যান ও দলের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে তৃণমূল সাংসদ শিশির অধিকারীকে (Sisir Adhikary)। ইতিমধ্যেই বিজেপিতে (BJP) যোগও দিয়েছেন সৌমেন্দু। আগামী ৭ তারিখ হলদিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সাংসদ দিব্যেন্দুর সংসদীয় কেন্দ্রের মধ্যেই হলদিয়া৷ হলদিয়া গিয়ে রবিবার বিজেপি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী৷ এর মাঝেই ১০ ফেব্রুয়ারি লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করতে দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু। ফলে স্বাভাবিক কারনেই জল্পনা চলছে৷


































































































































