শীতের (winter) দাপট অব্যাহত। রবিবারের পর সোমবারও পারদ নামল(temperature decreasess)। জমিয়ে ঠাণ্ডা পড়ল। সোমবার কলকাতার তাপমাত্রা নেমে হয়েছে ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। যা গত ১০ বছরের নিরিখে রেকর্ড মান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম দিনেই ১০ বছরের রেকর্ড ভাঙল শীত (record tempearture false)। তবে এখানেই শেষ নয়। আগমী কয়েকদিনে আরও ঠাণ্ডা পড়বে।
পশ্চিমী ঝঞ্ঝা, নিম্নচাপ, ঘূর্ণাবর্তের ধাক্কায় মাঝে মাঝেই বাধা পেয়েছে শীত। তবে জানুয়ারির শেষের কয়েকটা দিনে তা কড়ায় গণ্ডায় পুষিয়ে নিয়েছে শীত। (Winter)। রবিবারের পর সোমবারও ফের কমল কলকাতার তাপমাত্রা। তিলোত্তমার পারদ নেমেছে তাপমাত্রার নিরিখে সোমবার মরশুমের শীতলতম দিন। সোমবার কলকাতায় সকালে সামান্য কুয়াশা (Fog) ছিল। তবে পরে মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। ঠান্ডার কামড়ের পাশাপাশি ঘন কুয়াশার দাপটও লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুরেরও ঘন কুয়াশার চাদরে মুখ ঢাকা পড়ার সম্ভাবনা। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।






