ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে আসতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহ

0
3

ভারতীয় দলের ( india team) খেলা দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী ( prime minister) নরেন্দ্র মোদি ( narendra modi) । শোনা যাচ্ছে ভারত-ইংল‍্যান্ড তৃতীয় টেস্টে নাকি মাঠে এসে খেলা দেখবেন তিনি। শুধু প্রধানমন্ত্রী নন, থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( amit shah) ও।

২৪ ফেব্রুয়ারি আমেদাবাদের সর্দার প‍্যাটেল স্টেডিয়ামে ইংল‍্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। এই মুহূর্তে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম এটি। করোনার কারণে এখনও পর্যন্ত হয়নি একটিও আন্তর্জাতিক ম‍্যাচ। ২৪ তারিখই প্রথম আন্তর্জাতিক ম‍্যাচ আয়োজন করা হচ্ছে। সেই কারণে আসতে পারেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।তবে এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি।

আরও পড়ুন:ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজে বিরাটের দলকে এগিয়ে রাখলেন ইয়ান

Advt