‘দুয়ারে সরকার’ প্রচারের সময় রক্তাক্ত তৃণমূল কর্মী, অভিযোগের তির বিজেপির দিকে

0
3

রাতের অন্ধকারে রক্তাক্ত তৃণমূল কর্মী। অভিযোগের তির গেরুয়া শিবিরে দিকে। ভোটের মুখে ফের উত্তপ্ত মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা।

জানা গিয়েছে, দুয়ারে সরকার প্রকল্প প্রচারের সময়ই বিজেপি কর্মীরা হামলা চালায় তৃণমূল নেতার ওপর। মালদহের হরিশ্চন্দ্রপুরের রামপুরে শনিবার রাতে ওই হামলার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে ওই বিজেপি সমর্থক দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

এদিকে হামলায় গুরুতর আহত তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি আম্বার আলীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। আম্বার কে মারধরে জড়িত থাকার অভিযোগে জাবেরুল ইসলাম তার তিন ছেলে, সাজেদুল ইসলাম, সজুল হক,মিস্টার শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাতে অভিযুক্তদের খোঁজে হানা দিলেও তারা এলাকা ছেড়ে পালিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আম্বার রামপুর বুথের প্রাক্তন তৃণমূল সভাপতি। নতুন কমিটি গঠন না হওয়ায় ওই এলাকায় আপাতত তিনি নেতৃত্বে রয়েছেন।

আরও পড়ুন-স্মৃতি থাকলেও অমিত অনুপস্থিতিতে ডুমুরজলার মূল ফোকাস রাজীবেই

Advt