ভারত-ইংল্যান্ড ( india vs england) প্রথম টেস্টে বিরাট কোহলিকে ( virat kohli)আটকাতে এখন দিয়ে পরিকল্পনা শুরু ইংল্যান্ড( england) দলের। গতকালই বাটলার বলেছিলেন বিরাটকে আটকাতে তার দলের দুই ক্রিকেটার জোর্ফা আর্চার এবং বেন স্টোকস পরিকল্পনা শুরু করে দিয়েছে। আজ ইংল্যান্ড দলের আরেক ক্রিকেটার মইন আলির গলাতেও শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির কথা। কিভাবে কোহলিকে আটকাবেন তা ভেবেই পাচ্ছেন মইন।

৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। করোনার পর ঘরের মাঠে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে ভারত। সেই ম্যাচে কিভাবে ভারতীয় ব্যাটিংলাইনকে আটকাতে হয়, তা নিয়ে এখন দিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট টিম।
এদিন সাংবাদিক সম্মেলনে মইন বলেন, “বিরাটের ব্যাটিং এ কোনও দুর্বলতা নেই। ওকে আউট করব কী ভাবে? বিশ্বমানের ক্রিকেটার বিরাট।অস্ট্রেলিয়াতে জিতে ফেরার পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। তার মধ্যে বিরাট দলে আসায় আরও উজ্জীবিত হয়ে ক্রিকেট খেলবে ভারত। ওর কোনও দুর্বলতা আছে বলে মনে হয় না।”
আরও পড়ুন:হাসপাতাল থেকে ছাড়া পেলেন মহারাজ



































































































































