বইমেলা ২০২১ এর চতুর্থ দিনে তারকার মেলা। রবিবারের সন্ধে উপচে পড়েছে ভিড়। সাংস্কৃতিক মঞ্চে একের পর এক তারকার উপস্থিতি, আর মেতেছেন উপস্থিত সবাই।
বইমেলা 2021 হৃষীকেশ পার্ক। রবিবারের এটাই বাস্তব চিত্র ।পূর্ণাঙ্গ বইমেলার আমেজ। জনসমুদ্র মেলা প্রাঙ্গন ।

মেলা জুড়ে চাঁদের হাট ।রাজনীতিবিদ থেকে সাহিত্যকে, শিল্পী সবাই এক ছত্রছায়ায় । সৌজন্যে অবশ্যই বইমেলা ২০২১।

ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ডাঃ শশী পাঁজা, বিধায়ক স্মিতা বক্সি, হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন, শিল্পী শুভাপ্রসন্ন, গায়ক সৌমিত্র। সবাই হাজির বইমেলার রবিবার সন্ধ্যায় ।

সঙ্গে বাড়তি পাওনা আলোচনা। বিষয় ছিল সাহিত্যে যৌনতার সীমা। বক্তব্য রাখেন প্রচেত গুপ্ত, হিমাদ্রীকিশোর দাশগুপ্ত, বাল্মীকি চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন একটি বই প্রকাশ হয়।লিটল ম্যাগাজিনের স্টলেও ছিল উপচে পড়া ভিড়।

গানে: রূপঙ্কর। সময় যত এগিয়েছে একটার পর একটা গানে মেতেছে উপস্থিত সকলেই । মুগ্ধ উপস্থাপনায়, জমজমাট রূপঙ্করের গানের সুরে।
ফুড কোর্টেও নানান স্বাদের খাবারে মজেছেন আমজনতা । সবমিলিয়ে বইমেলা ২০২১ -এর চতুর্থ দিন সুপারহিট ।

































































































































