রুদ্রনীল ঘোষ, কৌশিক রায়ের পর এবার হিরণ৷
টলিপাড়ায় জোর জল্পনা, এবার বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন এক সময়ে যুব তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee)। জোড়া ফুল (TMC) ছেড়ে এবার পদ্মফুল হাতে তুলে নিতে চলেছেন টলি পাড়ার অন্যতম এই মুখ।
একুশের ভোটের আগে রাজনীতির জগতের পাশাপাশি ঘন ঘন দলবদলের ঘটনা ঘটছে টলি পাড়াতেও৷ টলিউডের (Tollywood) রুদ্রনীল ঘোষ থেকে কৌশিক রায়-সহ একাধিক অভিনেতার রাজনৈতিক শিবির বদলের খবরে আপাতত সরগরম ভোটবাজার৷ বিজেপিতে (BJP) যোগ দিতে শনিবার দিল্লি উড়ে গিয়েছে রুদ্রনীল। এরই মধ্যে সূত্রের খবর, হিরণ চট্টোপাধ্যায়ও তাঁর রাজনৈতিক পরিচয় পালটাতে চলেছেন৷ যে কোনও দিনই নাকি হিরণ পদ্ম -পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবর৷
আরও পড়ুন- মোদি – অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ অনুব্রতর


































































































































