দুই ভাই গিয়েছেন পদ্মে। কিন্তু এখন দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikari) অবস্থান নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হলদিয়া সভায় আমন্ত্রণ পেয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করায় আরো জলঘোলা হচ্ছে। সাত ফেব্রুয়ারির প্রধানমন্ত্রীর সভায় যাবেন সাংসদ দিব্যেন্দু। তার আগে রবিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সভার প্রস্তুতিও দেখেন তিনি।
আগামী রবিবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। সরকারি কর্মসূচি। ওই দিন হলদিয়ায় একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন তিনি। সেই কর্মসূচি নিয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে চিঠি পাঠান ধর্মেন্দ্র প্রধান। সূত্রের খবর, মোদির অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য দিব্যেন্দুকে বিশেষভাবে আমন্ত্রণও জানানো হয়েছে।
শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিজেপিতে যোগদানের পর কাঁথির (Kanthi) অধিকারী পরিবারের বাকি সদস্যদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা চলছেই। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারের দাদা সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেও বাবা শিশির অধিকারী (Sisir Adhikari) এবং ভাই দিব্যেন্দু অধিকারীর অবস্থান স্পষ্ট নয়। দিব্যেন্দুর পরবর্তী পদক্ষেপ নিয়ে জোর জল্পনার মধ্যেই মোদির সভায় আমন্ত্রণ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে স্থানীয় সাংসদ হিসেবে দিব্যেন্দুকে এক সপ্তাহেরও বেশি আগে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর।
সরকারি ভাবে মনোনীত পদ থেকে ইতিমধ্যেই তাঁকে সরানো হয়েছে। তবে এখনও তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন কমিটির সদস্য। তবে তমলুক লোকসভা এলাকার তিনটি কলেজের পরিচালন সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তমলুকের তৃণমূল সাংসদকে।
এসবের মধ্যেই প্রধানমন্ত্রীর হলদিয়া সফরে নিমন্ত্রণ এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর হলদিয়া পরিদর্শনে দিব্যেন্দুর উপস্থিতি ঘিরে জোর চর্চা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন-দল ভাঙানোয় দাড়ি! নির্বাচনের আগে আর কাউকে নেবে না বিজেপি, জানালেন কৈলাস