বিজেপির সভায় জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুলে সরব অভিষেক

0
2

জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Banerjee)। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে অভিষেক লেখেন, “যাঁরা ঠিক করে জাতীয় সঙ্গীত গাইতে পারেন না, তাঁরা দেশপ্রেম এবং জাতীয়তাবাদের পাঠ দিচ্ছে!” কটাক্ষ করে তৃণমূল সাংসদ লেখেন, “এই দলটাই আবার দাবি করে, যে তারা দেশের সম্মান ও গর্বের ধ্বজা বহন করছে! এটা লজ্জাজনক।
নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং বিজেপি কি দেশবিরোধী এই আচরণের জন্য ক্ষমা চাইবেন?”

বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকার তাদের দেশভক্তির কথা বলে। শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক দলগুলিকে কথায় কথায় দেশপ্রেমের পাঠ দিতে চায়। কিন্তু তাদের সভাতেই জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগ তুললেন অভিষেক। টুইটারে তিনি নিজের বিজেপির সভার ওই অংশের ভিডিও পোস্ট করেন।

আরও পড়ুন-রাজনীতিতে আসতে পারেন: “এখন বিশ্ববাংলা সংবাদ’কে জানালেন হুমায়ুন

Advt