তৃণমূল অফিসে ভাঙচুর কোচবিহারে, অভিযোগ অস্বীকার বিজেপির

0
1

রাতের অন্ধকারে ঘোগারকুঠি কালীবাড়ি তৃণমূল(TMC) কার্যালয়ের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) পোস্টার, ফেস্টুন ছিঁড়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি(BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কালীবাড়িতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকরা।

আরও পড়ুন:‘কৃষকদের থেকে এক ফোন কলের দূরত্বে রয়েছে সরকার’, সর্বদল বৈঠকে বার্তা মোদির

দলীয় সূত্রে জানা যায়, তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে শনিবার সকালে দলীয় কর্মীরা গিয়ে দেখতে পান, কার্যালয়ে লাগানো পতাকা, ফেস্টুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ও দলীয় কার্যালয়ের ভিতরে ফ্যান সহ অন্যান্য জিনিস তছনছ করা হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দলীয় কার্যালয়ে ভিড় জমে যায়। এলাকায় মিছিল করে তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে প্রচুর গাড়ি আটকে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের অঙ্গে কথা বলে অবরোধ তোলে। যদিও বিজেপির দিকে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি নেতৃত্ব। তাঁদের দাবি, বিজেপি এ ধরণের রাজনীতি করে না। তাঁদের পাল্টা অভিযোগ, তৃণমূলের লোকজন এটা করে বিজেপির বদনাম দিচ্ছে।

Advt