এই মরশুমে হচ্ছে না রঞ্জি ট্রফি, তবে ফেব্রুয়ারিতে হতে চলেছে বিজয় হাজারে, জানিয়ে দিল বিসিসিআই

0
1

এই মরশুমে হচ্ছে না রঞ্জি ট্রফি( ranji trophy) । জানিয়ে দিল বিসিসিআই ( bcci) । তবে রঞ্জি ট‍্রফি না হলেও, বিজয় হাজারে ট্রফি (vijay hazare trophy) খেলা হবে, তাও জানিয়ে দিল বোর্ড।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জয় শাহ ( jay shah)বলেন,” এই মরশুমে আয়োজন করা হচ্ছে না রঞ্জি ট্রফি। তবে এতে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি না হয়, সেদিকে নজর রাখছি। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেয়েদের ক্রিকেট শুরু করা। বিজয় হজারে ট্রফির সঙ্গে মেয়েদের একদিনের টুর্নামেন্টও খেলা হবে। বিনু মাঁকড় ট্রফি অনূর্ধ্ব-১৯ ও আয়োজন করা হবে। ২০২০-২১ মরসুমের জন্য পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

৩১ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল। বিজয় হাজারে ট্রফি কবে হবে তা এখনও ঠিক করেনি বিসিসিআই। তবে ফেব্রুয়ারি থেকে বিজয় হাজারে শুরুর চিন্তা ভাবনায় বোর্ড।

এই মরশুমে রঞ্জি না হওয়ার প্রসঙ্গে জয় শাহ বলেন,”রাজ্যগুলিকে বোর্ডের তরফে জিজ্ঞাসা করা হয় রঞ্জি নাকি বিজয় হজারে, কোন টুর্নামেন্ট খেলতে তারা আগ্রহী? বেশির ভাগ রাজ্যেই ৫০ ওভারের টুর্নামেন্টকেই বেছে নিয়েছ।”

আরও পড়ুন:সৌরভের অপেক্ষায় সুধীর, টেস্ট ম‍্যাচ দেখতে কথা বলতে চান দাদার সঙ্গে

Advt