ভারতের বিরুদ্ধে জয় পেতে পরিকল্পনা শুরু বাটলারদের

0
2

ভারতের ( india) বিরুদ্ধে নামার আগে সবরকম গুটি সাজিয়ে নিচ্ছে ইংল‍্যান্ড ক্রিকেট( england team) টিম। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল‍্যান্ড টেস্ট সিরিজ। তাই ভারতকে বেগ দিতে সব রকম পরিকল্পনা সাজিয়ে যে নিচ্ছে ইংল‍্যান্ড টিম, তা মেনে নিলেন জোস বাটলার।

বাটলারের মতে ভারতের মাটিতে ভারতকে বেগ দিত পারে দুই ক্রিকেটার। তারা হলেন, জফ্রা আর্চার এবং বেন স্টোকস। বাটলার বলেন, “আর্চার অবশ্যই একজন এক্স-ফ্যাক্টর ক্রিকেটার। ওকে দলে ফিরে পেয়ে দারুণ লাগছে। ও নিজেও ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মুখিয়ে রয়েছে। বল হাতে ভেলকি দেখাতে পারে। একই জিনিস কাজ করে স্টোকসের মধ‍্যেও। ”

তবে শুধু বোলার নয়, বাটলারে মতে ব‍্যাটিংলাইন ভারতকে টেক্কা দিতে ইংল‍্যান্ড টিম। ৫ ফেব্রুয়ারি চেন্নাইতে প্রথম টেস্টে খেলতে নামার আগে বাকযুদ্ধে গরম দুই দল।

আরও পড়ুন:মোরাদাবাদে মর্মান্তিক দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advt