বিজেপির রবিবাসরীয় যোগদান মেলায় আসছেন স্মৃতি, থাকতে পারেন রাজনাথ 

0
1

দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়েছে অমিত শাহর (Amit Shah) রাজ্য সফর। তবে ডুমুরতলাতে সভা বাতিল করেনি রাজ্য বিজেপি (Bjp)। সেখানে আসবেন স্মৃতি ইরানি। শনিবার, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নিউটাউন (Newtown) ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে জানান, অমিত শাহ আসছেন না সেটা জানানো হয়েছে। রবিবার ডুমুরজোলায় যোগদান মেলাতে অন্য কোনো কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন। কে আসবেন সেটা শনিবারই চূড়ান্ত হবে বলে জানিয়েছিলেন দিলীপ ঘোষ।।

অমিত শাহ না আসায় তাঁর শনিবারের সব কর্মসূচি বাতিল হলেও রবিবার ডুমুরজোলার সভাতে যেহেতু যোগদান মেলা আছে তাই সেটা হবে। যাতে যাঁরা বিজেপিতে যোগ দিতে চাইছেন তাঁরা যোগদান করে দলের শক্তি বৃদ্ধি করতে পারেন। বিজেপি সূত্রে খবর সেখানে যেতে পারেন রাজনাথ সিংও। কিন্তু যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী সে কারণে তাঁর সফরসূচি হঠাৎ করে বদলানো মুশকিল। কিন্তু অন্য কাজে কলকাতায় আসছেন রাজনাথ। এই পরিস্থিতিতে তিনি যোগদান মেলাতে উপস্থিত থাকতে পারেন। এর পাশাপাশি অমিত শাহ সশরীরে উপস্থিত না থাকলেও, তাঁর বক্তব্য সভামঞ্চে জায়েন্ট স্ক্রিন দেখাবে বিজেপি

Advt