রবিবার আইএসএলে ( isl) কেরলা ব্লাস্টার্সের ( kerala blasters ) বিরুদ্ধে নামার আগে রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দিলেন এটিকে মোহনবাগান ( atk mohunbagan )কোচ হাবাস। বারবার ভুল রেফারিং স্বীকার হচ্ছেন বলে জানালেন তিনি।
রবিবার আইএসএলে প্রতিপক্ষ কেরল। প্রথম লেগে এই কেরলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছিল হাবাসের দল। রবিবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া বাগান ব্রিগেড। তবে রবিবার কেরলের বিরুদ্ধে নামার আগে দুটো বিষয় চিন্তায় রাখছে হাবসকে। এক খারাপ রেফারিং, দুই চোট আঘাত।
এদিন সাংবাদিক সম্মেলনে হাবাস বলেন, আমরা প্রতিটা ম্যাচে খারাপ রেফারিং এর স্বীকার হচ্ছি। গোল বাতিল, অজথা ফুটবলারদের কার্ড দেখানো যা প্রতিটা ম্যাচে আমাদের চিন্তায় রাখছে।
প্রথম লেগে কেরলের বিরুদ্ধে জয় পেলেও, রবিবার যে ম্যাচ কঠিন হবে তা মানছেন হাবাস। কারণ দলে একাধিক ফুটবলারের চোট। এদু গার্সিয়া চোটের জন্য আরও প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে। হাভি হারান্দেজ ও তিরি চোট নিয়েও খেলে যাচ্ছেন। শুভাশিস বসুর হ্যামস্ট্রিংয়ের চোট। ফলে রবিবার তিনি খেলছেন না। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে চোট পেয়েছিলেন স্ট্রাইকার ডেভিড উইলিয়ায়মস। চোট এতটাই গুরুতর ছিল যে, মনবীর সিংহকে মাঠে নামাতে বাধ্য হন কোচ। তাই কেরলের বিরুদ্ধে প্লান ‘বি’ তৈরি করতে হয়েছে বাগান কোচকে। তবে এত কিছুর মধ্যেও কেরলের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে মরিয়া হাবাস।
আরও পড়ুন:ভারতের বিরুদ্ধে জয় পেতে পরিকল্পনা শুরু বাটলারদের